• ১১ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৮শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ৩রা জিলকদ, ১৪৪৫ হিজরি

মুশফিক ৬ হাজার রান ক্লাবে

sylhetsurma.com
প্রকাশিত জুলাই ২৮, ২০১৯
মুশফিক ৬ হাজার রান ক্লাবে

সিলেট সুরমা ডেস্ক : ওয়ানডে ক্রিকেটের ৬ হাজারি ক্লাবের খুব কাছে ছিলেন মুশফিকুর রহিম। মাত্র ৮ রানের দূরত্বে থাকা মুশফিক শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেছিলেন। এবং এ ম্যাচেই যোগ দিলেন অভিজাত সেই ক্লাবে।

রোববার শ্রীলঙ্কার বিপক্ষে দরকার ছিল মাত্র ৮ রান। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ইনিংসের ১৫তম ওভারে এক রান নিয়েই ছয় হাজারি ক্লাবে পা রাখেন মুশফিকুর রহিম।

বাংলাদেশের হয়ে এর আগে ৬০০০ রান করেছেন দুজন-তামিম ইকবাল ও সাকিব আল হাসান।

এমনিতে ব্যাট হাতে ছন্দেই আছেন মুশফিক। বিশ্বকাপে বেশ দাপট দেখিয়েছেন তিনি। তার পথ ধরে এবার লঙ্কানদের বিপক্ষে নতুন এই মাইলফলকে পা রাখলেন এই উইকেট কিপার-ব্যাটসম্যান।

২০০৬ সালে ওয়ানডে দলের হয়ে অভিষেক। এরপর ২১৫তম ম্যাচ আর ২০১ টি ইনিংসে ৬ হাজার পূর্ণ হলো তার।

রোববারের আগে মুশফিক ২০০ ইনিংসে ব্যাট হাতে করেন ৫৯৯২ রান। ছিল ৩৬টি হাফসেঞ্চুরি ও ৭টি সেঞ্চুরি। ক্যারিয়ারে ব্যক্তিগত সর্বোচ্চ ১৪৪, প্রতিপক্ষ শ্রীলঙ্কা।

একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের মালিক তামিম। ২০৩ ম্যাচে করেছেন ৬৮৯০ রান। দ্বিতীয় স্থানে সাকিব। ২০৬ ম্যাচ তার ব্যাট থেকে এসেছে ৬৩২৩।